তাহেরপুর পৌরসভায় বারনই নদীতে দোকানীদের ফেলা ময়লা-আবর্জনার ভাগাড়ের পরিণত,নদীর পানি দূষিত-
মো: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার-
রাজশাহীর বাগমারার উপজেলার তাহেরপুর পৌরসভার মধ্য হাট- বাজারে অবস্থিত বারনই নদির তীরে ময়লা-আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছে। রাস্তার পাশে বাজার মসজিদের সামনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এসব নিস্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এবং পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে এখানে আবাস গড়েছে মশার। ফলে এখান থেকেই সৃষ্টি হচ্ছে মশরার উপদ্রব। যা ছড়িয়ে পড়ছে মসজিদসহ বিভিন্ন এলাকায়। এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে হাট-বাজারে আসা ক্রেতা বিক্রিতা ও পথচারিরা। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
এলাকাবাসি জানান,তাহেরপুর পৌরসভার কোলঘেঁষে বারনই নদির তীরে গড়ে উঠা রাজশাহী জেলার বৃহতম তাহেরপুর হাট- বাজারে শাক-সবজি, ফল, মাছ,মুরগী এবং কসাইয়ের দোকানের দিনভর ব্যবসার পর সমস্ত বর্জ্য- পচা সবজি, ফলের খোসা, মাছের আঁশ এবং কসাইখানার উচ্ছিষ্ট সব সরাসরি ফেলা হচ্ছে এই বারনই নদির তীরে। ফলে ময়লা-আবর্জনা স্তুপ থাকায় সেখানে বাসা বেধেছে মশারা। এছাড়া পথচারিদের চলাচলের সময় নাকে রুমাল চেপেও রেহাই নেই তীব্র দুর্গন্ধ থেকে। এবং রক্ষণা- বেক্ষণের কোনো উদ্যোগ গ্রহন না থাকায় যেন মশাদের ভাগাড়ে পরিণত হয়েছে।
তবে ময়লা-আবর্জনার কারণে বারনই নদীর এখন পানি দূষিত হচ্ছে। এছাড়া হরিতলায় অবিস্থত বান্ধা ঘাটের দক্ষিন পাশে সারাদিনে ময়লা-আবর্জনা এখনো ফেলা হচ্ছে। বাদ যাচ্ছে না মহাসড়কও।
যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। ফলে গোটা পৌর হাট-বাজার যেন ভাগাড়ে পরিণত হয়েছে।
এ বিষয়ে তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পৌর ভবনে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন