দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ মহিলা পরিষদ দেশব্যাপী ১ সেপ্টেম্বর-২৫ সেপ্টেম্বর, ২০২৫ সাংগঠনিক মাস পালন করার সিদ্ধান্ত গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলাশাখা ২৫ দিনব্যাপী তৃণমূল শাখায় কর্মী সভা, বিভিন্ন পেশার নারী পুরুষদের সাথে মতবিনিময় সভা, তরুণীদের সাথে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা/বির্তক প্রতিযোগিতা, সাংগঠনিক প্রশিক্ষণ, সাংগঠনিক মাসের সমাপনীর কর্মসূচী গ্রহণ করেছে। সদস্য সংগ্রহ সহ সকল কর্মসূচীতে সংগঠনের সদস্যরা ছাড়াও সকল সংগঠনের সদস্যদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। ‘‘তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি"এই আহবানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মাস ২০২৫ উদ্বোধন হয়।
সোমবার (১ সেপ্টেম্বর-২০২৫) বিকাল ৩টা শাখারী পট্টিস্থ উদীচী জেলা শাখা প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন এর সভাপতিত্বে কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।
সভায় আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক মাসের উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুবা খাতুন। উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। সংগঠনকে গতিশীল করতে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু প্রমূখ।
কর্মী সভায় বক্তারা বলেন, সংগঠনের দক্ষ সচেতন কর্মী একটা সংগঠনের শক্তি হিসেবে উলেখ করেন। এছাড়াও সম্প্রতি দেশে সঙ্কটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশব্যাপী নারী ও শিশুর প্রতি পুরুষ তান্ত্রিক দৃষ্টিভঙ্গির চরম বহিঃপ্রকাশ, উত্যক্তকরণ, যৌন নিপিড়ণ, ধর্ষণ, হত্যাসহ লোমহর্ষক নির্যাতন দেশে মহামারীর আকার ধারন করেছে। সাম্প্রতিক সময়ে নারীদের ঘরে বন্দী করার জন্য নারী বিদ্বেষী প্রচারণার অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক অবক্ষয়সহ বিচারের দীর্ঘ সূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি এ সব ঘটনার প্রবাহমানতা বাড়িয়ে তুলে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের জরুরী পদক্ষেপের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের বিবেক জাগ্রত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত সভায় বক্তারা আরও বলেন, পেশাদারী দক্ষতা অর্জন করতে হলে ঘোষনাপত্র ও গঠনতন্ত্র সংগঠনের আদর্শ ও সংস্কৃতি মেনে কাজ করতে হবে। সকল কর্মীবৃন্দকে নতুন কর্মী তৈরী করতে উদ্বুদ্ধ করা হয়। তরুণীদের সম্পৃক্ত করার জন্য আমাদের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সাংগঠনিক মাসে সংগঠনকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের পতাকা তলে এগিয়ে আসার আহবান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন