রাজনীতির মাঝে মানুষের সেবা করার মনমানসিকতা রাখতে হবে – মোহাম্মদ আলাউদ্দীন সিকদার
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে হরিশপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হরিশপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মামুন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মোহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন,
“রাজনীতির মাঝে মানুষের সেবা করার মনমানসিকতা থাকতে হবে। বিগত ১৫ বছর আওয়ামী-বাকশালীরা দেশে অপশাসন ও দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তারা আবারও ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে, তবে বীর জনতা সে ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
তিনি আরও বলেন,
“দেশকে টেকসই গণতন্ত্রের পথে এগিয়ে নিতে জামায়াত সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কখনো আপোষ করবে না। দেশের জনগণকে কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যেই আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবু তাহের।
এছাড়াও বক্তব্য রাখেন-উপজেলা তথ্য ও প্রচার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহেদ খাঁন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান,মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সায়েদুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সাবেক অফিস সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আজিজ সজিব প্রমুখ।
পথসভায় স্থানীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন