কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশের ৪৮টি জেলায় চলমান যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম মহিলা সরকারি কলেজে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর তত্ত্বাবধানে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ১৫৩ জন আবেদন জমা পড়ে। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬০১ জন শিক্ষার্থী। পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত নিয়ন্ত্রণ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল হালিম। বাছাই কার্যক্রম তদারকির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে মহাপরিচালকের কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত হন উপপরিচালক (সিড ফাইন্যান্সিং) মরিয়ম আক্তার। এ ছাড়া সদস্য সচিবের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর জেলা কো-অর্ডিনেটর মোঃ রাকিবুল ইসলাম রকি। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, কুড়িগ্রাম ব্রাঞ্চের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকবৃন্দ।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। ফলাফল ও সময়সূচি পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ঘরে বসে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে আয়-উপার্জনের সুযোগ পাবেন। ফলে তারা শুধু নিজেদের কর্মসংস্থানই তৈরি করতে পারবেন না, বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হবেন।
একটি মন্তব্য পোস্ট করুন