দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক।।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে।
স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিতভাবে জুয়ার আসর বসত। মঙ্গলবার রাতে দেলোয়ার সেখানে গিয়ে পাঁচশ টাকা বখরা দাবি করলে জুয়েল পক্ষের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে
এলে জুয়েলের অনুসারীরা দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। জুয়েল অভিযোগ করেন, দেলোয়ার দা হাতে নিয়ে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছিল। তবে দেলোয়ারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে শব্দ শুনে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদা ঘটনাস্থলে পৌছান। এরপর পুলিশ গিয়ে দেলোয়ারকে থানায় নিয়ে যায়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন বলেন, "রাতের ডিউটিরত কর্মকর্তা ঘটনাস্থল থেকে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনেন। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তার পরিবারের কেউ থানায় এলে তাকে ছেড়ে দেয়া হবে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।
إرسال تعليق