যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার, ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,
জনাব মাহফুজুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাজৈর, মাদারীপুর। ও জনাব মাসুদ খান, অফিসার ইনচার্জ রাজৈর, মাদারীপুরকে, যুব একতা পরিষদ সংগঠনে পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে,
এ সময় উপস্থিত ছিলেন, যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার, সম্মানিত উপদেষ্টা,আসাদুজ্জামান (আসাদ),ও যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার, সম্মানিত সভাপতি, এইচ, এম এনামুল বাঘা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহাবুদ্দিন শেখ। সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার। সাংগঠনিক সম্পাদক, মীর সিরাজ প্রমুখ।
সম্মাননা স্মারক প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার সার্বিক মঙ্গল কামনা করেন, এবং রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খান বলেন, মাদারীপুর জেলা যুব একতা পরিষদ যে মানবিক কাজ করে আছেন,সেই জন্য তাদেরকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভালো কাজ করে যেতে পারেন সেই জন্য দোয়া কামনা করেন এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একটি মন্তব্য পোস্ট করুন