রাজকীয় ঘোড়ার গাড়িতে অশ্রুসিক্ত বিদায় জাহাঙ্গীর আলম স্যারকে
মোঃ মেহেদী হাসান খন্দকার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলমকে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্যারকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে র্যালি বের করা হয়।
১৯৯৩ সাল থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ৩২ বছর এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। বিদায় অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা। বক্তারা বলেন, শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে জাহাঙ্গীর আলম স্যারের অবদান অনন্য।
আবেগঘন বিদায়ী বক্তৃতায় জাহাঙ্গীর আলম স্যার বলেন, “এই বিদ্যালয়ের সঙ্গে আমার আত্মিক বন্ধন অটুট থাকবে। শিক্ষার্থীদের সাফল্যই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রুসজল চোখে প্রিয় শিক্ষককে বিদায় জানান সবাই।
একটি মন্তব্য পোস্ট করুন