উলিপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত: কৃষিতে ভেজাল রোধে জোর নজরদারির আহ্বান
নুর মোহাম্মদ রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার ও বীজ মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত এ সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সার-বীজ ব্যবসায়ীরা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ মনিটরিং কমিটির সদস্যরা।
সভায় মূলত উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজের চাহিদা নির্ধারণ, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, কৃষি উপকরণে ভেজাল প্রতিরোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, “সার ও বীজের কোনো ধরনের সংকট যেন না দেখা দেয়—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
এ সময় ভেজাল সার-বীজ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অতিরিক্ত দামে সার ও বীজ বিক্রির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, “সরকারি ভর্তুকিতে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে। কৃষকদের যেন সহজেই এসব উপকরণ সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যে মনিটরিং কমিটির কার্যক্রম আরও জোরদার করা হবে।”
সভা শেষে তিনি মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করতে কৃষি অফিসের পক্ষ থেকে ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
একটি মন্তব্য পোস্ট করুন