গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের ঘোষণা হওয়ার পর থেকে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দল ও মুসলিম তৌহিদী জনতা গানের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে আন্দোলন করে আসছে।
তারই ধারাবাহিকতায় দলীয় ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সারা দেশে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ঃ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা সিরাজগঞ্জ জেলা শাখা পরিষদ কর্তৃক সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো নজরুল ইসলামের কার্যালয়ে লিখিত স্বারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মুফতি মো মুহিবুল্লাহ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মো নজরুল ইসলামের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জে জেলার সভাপতি মাওলানা মো মাহমুদুল হাসান, সেক্রেটারি মাওলানা মো মোতালিবুর রহমান সাইফী, সাংগঠনিক সম্পাদক মুফতি রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মালেক, বায়তুলমাল বিষয়ক সম্পাদক মুফতি সিফাতুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মো আব্দুল হান্নান,সহ দপ্তর সম্পাদক মাওলানা মো নজরুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জের নেতৃবৃন্দ প্রতিটি বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিভিন্ন কুফল গুলো তুলে ধরেন। সেই সাথে গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোরবদাবি জানান।এবং ধর্মীয় শিক্ষক নিয়োগে ভবিষ্যতে প্রজন্মের সাফল্য ও জীবন উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন