সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সন্দ্বীপ প্রতিনিধি মাহমুদুর রহমান এর উদ্যোগে দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন 


নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ 


চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে জমকালো আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক মানবকণ্ঠ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার এনাম নাহার মোড়ের তাজ হোটেল কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবকণ্ঠের সন্দ্বীপ প্রতিনিধি মাহমুদুর রহমান, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস সুমন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর,সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস,এছাড়া বক্তব্য রাখেন—চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোক্তাদের মাওলা,ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া,সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ,এনাম নাহার মোড় ব্যবসা কল্যাণ সমিতির সদস্য সচিব ইয়াসিন আরাফাত

,সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি,বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন মনি,সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম

,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াজেদ অনিক, সাংবাদিক নওশাদ আকরাম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব,সংগঠনের সদস্য আহসজন উল্ল্যাহ সজিব, শাহাদাত হোসেন ও আমিনুল ইসলাম রিয়াদ, দৈনিক আজকের কন্ঠ প্রতিনিধি এমদাদ হোসেন প্রমুখ। 



বক্তারা বলেন:-


বক্তারা দৈনিক মানবকণ্ঠের নির্ভীক সাংবাদিকতা, সত্য প্রকাশে অবিচল থাকা ও সাধারণ মানুষের কথা বলার জন্য পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “মানবকণ্ঠ শুধু একটি পত্রিকা নয়—এটি গণমানুষের মুখপত্র। দ্বীপাঞ্চলের নানা সংকট, সম্ভাবনা এবং উন্নয়নধর্মী সংবাদ তুলে ধরায় মানবকণ্ঠের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


তারা আরও বলেন, “সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। মানবকণ্ঠ যেভাবে তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে, তা গণতন্ত্র ও সমাজের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখছে।”

Post a Comment

أحدث أقدم