রাজশাহীর চন্দ্রিমা থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার গ্রেফতার ৩
২৪-০৯-২০২৫
পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার চন্দ্রিমা থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়,দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩২৩, ৩৪২, ৩৮৫, ৫০৬ ও ৩৪ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,নওগাঁ জেলার পার নওগাঁর মোঃ কায়সার আলীর ছেলে আপেল আহমেদ ওরফে হৃদয় (২৮) ও তার স্ত্রী তানজিলা খাতুন ওরফে তমা (২৪) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার মোঃ রাকিবুল হাসান রনি ওরফে সরোয়ার হোসেন রনির স্ত্রী মোছাঃ সাদিয়া আক্তার সোনিয়া (২৪) ।
এবিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি, মেহেদী মাসুদ বলেন,গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন