দিনাজপুর পৌরসভায় পরিচ্ছন্নতা বহরে নতুন যান সংযোজন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দিনাজপুর পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যানবাহনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “দিনাজপুর পৌরসভাকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর শহরে পরিণত করতেই এই নতুন ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট সংযোজন করা হয়েছে। এসব পরিবহন যুক্ত হওয়ায় আবর্জনা দ্রুত অপসারণ সম্ভব হবে এবং পৌরবাসী পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারবেন।”
তিনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা দায়িত্বশীলভাবে এই ভ্যান ও কার্ট ব্যবহার করবেন এবং যত্নসহকারে সংরক্ষণ করবেন। এতে শহরের প্রতিটি এলাকায় নির্ধারিত স্থান থেকে সময়মতো আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম সহজ হবে।”
পৌরসভা প্রশাসক রিয়াজ উদ্দিনও তার বক্তব্যে পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পৌরবাসীর সহযোগিতা পেলে শহরকে পরিচ্ছন্ন রাখা আরও সহজ হবে। দিনাজপুর পৌরসভায় নতুন এই যান সংযোজনের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আসবে বলে আশা করছি।
একটি মন্তব্য পোস্ট করুন