সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জামালপুরে ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিরোচিত বিজয়ের ১ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ও বিজয় র‌্যালি



শাকিল হাসান জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিরোচিত বিজয়ের ১ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ফ‍্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার  ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে।


এ দিবসটি উপলক্ষে গতকাল(বৃহস্পতিবার) জামালপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আলোচনা সভা ও বিজয় র‍্যালী অনুষ্ঠান হয়। 


শহরের ফৌজদারি মোড়ে আলোচনা সভায় জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ জেলা ও উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ করে ফৌজদারি মোড়ে থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের বুড়ি দোকান মোড়ে গিয়ে শেষ হয়।


এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন