সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বাঘা থানা পুলিশের উদ্যোগে ত্রাণ বিতরণ



মোঃ রবিউল ইসলাম 

 বাঘা উপজেলা প্রতিনিধ 


 রাজশাহী  বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাঘা থানা পুলিশ।


শনিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বাজার এলাকায় পানিবন্দি থাকা ২০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে বাঘা থানা ওসি আ ফ ম আসাদুজ্জামান, তদন্ত ওসি সুপ্রভাত, এ আই প্রদ‍্যুৎ প্রামানিক, এএস আই মোস্তাফিজুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 খাদ্য সামগ্রী বিতরণ শেষে বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, 'যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভয়াবহ বন্যায় আমরা থানা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Post a Comment

নবীনতর পূর্বতন