সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রবি ছাত্রদলের সভাপতি পিয়াস সম্পাদক হৃদয়


রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 


প্রথমবারের মতো সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ পিয়াস উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ৪র্থ ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী মোঃ হৃদয় সরকার।



বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।


কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাহফুজ আলম সমুদ্র, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী মনির, স্বপন মিয়া, আকাশ রায়, মীর সাব্বির রহমান, মোঃ সাব্বির হাসনাত রাব্বি, মোঃ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আবিদ, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী বিন হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা ইয়াসমিন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রনি মনোনীত হয়েছেন। 



দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং এক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সরকার বলেন,


"ছাত্ররা সমাজকে উন্নত করার জন্য যেমন বই-খাতা-কলম নিয়ে সংগ্রাম করে তেমনি কোন অশুভ শক্তি রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ব্যাহত করলে তাদেরকে বিভিন্ন পারিপার্শ্বিক চাপ প্রয়োগে দমন করতেও স্বিদ্ধ হস্ত । জাতীয়তাবাদের চেতনায় উদ্ধুব্ধ নবগঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদেশের মানুষের মঙ্গলের চিন্তায় সর্বদা কাজ করার অঙ্গীকারবদ্ধ বলেই বিশ্বাসী।


ছাত্রজীবনের সবচেয়ে বড় দায়িত্ব জ্ঞানার্জনের সাথে যুক্ত থাকা । আশা নয় বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা কেউ এ পথ থেকে বিচ্যূত হবে না । 

আমরা সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে গড়ে তুলবো সুষ্ঠু শিক্ষার্থী বান্ধব রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে কাজ করাই হবে ছাত্রদলের প্রথম এবং প্রধান কার্যসিদ্ধি, 

ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল হবে দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত এবং বাংলাদেশের অন্যতম প্রাণোচ্ছল একটি ইউনিট।"



রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ পিয়াস উদ্দীন বলেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ত্যাগী ও মেধাবী নেতৃত্বকে মূল্যায়ন করে আসছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এর ব্যতিক্রম নয়। আমরা বিশ্বাস করি, এই নবগঠিত কমিটি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক অধিকার ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।"

Post a Comment

নবীনতর পূর্বতন