দেওয়ানগঞ্জের নানা রকম আয়োজন জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ।
মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি :
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভড়ি এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৮আগষ্ট) সকাল ১০টায় এ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করণ ও একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস কর্মকর্তা মো.শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার মো.আতাউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো.রতন মিয়া, প্রকৌশলী ইঞ্জিনিয়ার,মো.জয়নাল আবেদীন,একেএম কলেজে প্রফেসর মো.আবু হানিফ ,অফিস সহকারী কাম কম্পিউটার,মো.সাদ্দাম হোসেন,ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে বিশ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
إرسال تعليق