পানিতে ডুবে ৫ বৎসরের শিশু শিবু বিশ্বাসের মৃত্যু।
কোটালীপাড়া,( গোপালগঞ্জ) প্রতিনিধি: - শেখ কামরুজ্জামান (রানা )।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারা বাসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার (১১ই আগস্ট) উপজেলার কান্দি ইউনিয়নের ধারা বাসাইল গ্রামে সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।শিবু বিশ্বাস(৫) তার মায়ের সাথে ধারা বাসাইল নানার বাড়িতে বেড়াতে আসে।বেড়াতে আসা শিবু বিশ্বাস তার নানী মনিকা বাড়ৈর সাথে পোল্ট্রি মুরগির খামারে যায় এবং তার দিকে খেয়াল না রাখায় পোল্ট্রি খামারের পাশের পুকুরে পানিতে ডুবে যায়। হঠাৎ নাতির কথা মনে হতেই মুরগির খামারের আশেপাশে পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। ভর্তি করার পরে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
শিবু বিশ্বাস( ৫ ),বরিশালের গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।সে তার মায়ের সাথে ধারাভাষাইল নানার বাড়ি বেড়াতে আসে।
এ ব্যাপারে শিবু বিশ্বাসের নানী মনিকা বাড়ৈর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ধারাভাষাইল স্থানীয় একটি পোল্ট্রি খামারে কাজ করি অন্যদিনের ন্যায় আজও কাজে যাওয়ার সময় নাতি শিবু বিশ্বাস তার সাথে যাওয়ার বায়না ধরে।নাতি বলে কথা!সে শিবুকে পোল্ট্রি খামারে নিয়ে যায়।কাজে মনোনিবেশ এর একপর্যায়ে শিবুর প্রতি খেয়াল হারিয়ে ফেলে হঠাৎ শিবুর কথা মনে পড়তেই চারদিকে খোঁজাখুঁজি একপর্যায়ে শিবুকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
১১/৮/২৫ ইং
০১৭১৮ ০৬৬০১৮
একটি মন্তব্য পোস্ট করুন