জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে জুয়ার আসর থেকে সাত জনকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।গত রোববার রাত আড়াইটায় ইউনিয়নের ভাটি পাড়া এলাকা থেকে জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান,দীর্ঘদিন ধরেই তারা জুয়া খেলে আসছে গোপন তথ্যের ভিত্তিতে ওই রাতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। অভিযানে জুয়ার আসর থেকে
আকরাম হোসেন, আব্দুল মাজেদ , কুদ্দুস মিয়া , বিল্লাল হোসেন , আজিজুর রহমান, সুমন মিয়া, চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে, জুয়া মামলায় প্রেরিত আসামি আকরাম হোসেন দেওয়ানগঞ্জ থানার বিশৃঙ্খলা সৃষ্টিকারীর তালিকাভুক্ত ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেন, সুমন মিয়া ও চাঁন মিয়া বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ।আব্দুল মাজেদ ও আজিজুর রহমান নয়াগ্রাম ও কুদ্দুস মিয়া সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
দেওয়ানগঞ্জ মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা রুজু হয়েছে এবং সোমবার বিকালে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন