সন্ধানে বাংলাদেশ সংবাদ




কবিতা, 

সত্যি হবে বীর

কবি  তাছলিমা আক্তার মুক্তা



বদমেজাজি মেয়েরে তুই 

আগুন ছড়ানো কন্যা , 

আষাঢ় মাসে পেয়ে তোকে

নাম দিয়েছি বন্যা । 


কথায় কথায় মেজাজ দেখায়

উড়নচণ্ডী দশা , 

কোনো কিছুর দার দারে না

নেই তো  ভালোবাসা । 


এতো চটে লাভ কি হবে

কার কি আসে যাবে , 

রগচটা ঐ মেজাজ খানা

তোমায় গিলে খাবে । 


শান্ত মনে পথ চলিও 

মেজাজ রেখো স্থীর  , 

সবাই তোমার আত্মীয় নয়

হাজার লোকের ভীড় । 


সবাই তোমায় উস্কে দিবে

করবে হাসাহাসি  , 

আমি তোমার আত্মীয় নই 

কিন্তু ভালোবাসি । 


মাটির দিকে ফিরে তাকাও

নত করো শীর , 

তবেই তুমি হতে পারবে

সত্যিকারের বীর ।

Post a Comment

নবীনতর পূর্বতন