সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তজুমদ্দিন প্রেসক্লাবের মানববন্ধন


খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে তজুমদ্দিন প্রেসক্লাব।


গতকাল বিকেল সাড়ে ৫টায় তজুমদ্দিন প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক সাংবাদিক হত্যার কোনো সুষ্ঠু বিচার হয়নি। বক্তারা অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান এবং দ্রুত বিচার না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।


এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন লিটনসহ অনেকে।

Post a Comment

নবীনতর পূর্বতন