সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ৪ হাজার পরিবার স্থায়ী সমাধানে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


ড্রেন বন্ধ, নেই পানি নিস্কাশনের ব্যবস্থা,যাতায়াতে চরম ভোগান্তি,স্কুল,মাদ্রাসায় যেতে পারছে না কমলমতি শিশু-কিশোররা, জলাবদ্ধতায় শুকনা খাবার খেয়ে জিবীকা নির্বাহ করছে ,বৃদ্ধরা যেতে পারছে না মসজিদে এমন অভিযোগে জেলা প্রশাসক কার্য়ালযের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে তিন ওয়ার্ডের প্রায় হাজার পরিবার। 


মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেছে দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের খোদ মাধবপুর মিস্ত্রিপাড়া ,১২ নং ওয়ার্ডের পুলহাট মিস্ত্রিপাড়া, ৫ নং শশরা ইউপির বানিয়া পুকুরপাড়া ও জিয়াপুকুর পাড়ার পানিবন্দি পরিবারবর্গ। 


(রবিবার ১০ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে মাইক হাতে অশ্রু কন্ঠে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার অবহিত করার পরেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। পুলহাট মিস্ত্রিপাড়া এলাকায় অটো রাইস মিলের ছাই ও আবর্জনায় প্রধান ড্রেন বন্ধ হয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে প্রায় ৪ হাজার পরিবার। এ পরিস্থিতি নিরসনে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সেনাবাহিনী ক্যাম্প বরাবর লিখিত আবেদনে এমন অভিযোগ লিখেছেন তারা।


তারা আরো জানান, প্রায় ১৭ বছর ধরে দিনাজপুর পুলহাট খোয়ারের পুলের সাথে সংযুক্ত প্রধান ড্রেনটি এলাকায় অবস্থিত ৮টি অটো রাইস মিলের ছাই ও বর্জে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে আছে। ফলে বর্ষা মৌসুমে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নুর আলম নামক ব্যক্তির বিরুদ্ধে ড্রেন দখলের উদ্দেশ্যে ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগও আনেন এলাকাবাসী।

অসুস্থ ও প্রবীণরা চলাচলে চরম ভোগান্তি ছাড়াও দুর্গন্ধযুক্ত পানি ঘরে ঢুকে স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী।

তাই তিন মহল্লার মানুষের প্রাণের দাবী পানি নিস্কাশনে স্থায়ী ভাবে ড্রেন ব্যবস্থা করার জন্য দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনের দৃষ্টি আর্কষন করছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন