কোটালীপাড়ায় চাচাতো ভাই বোন সহ পানিতে ডুবে ৩জনের মৃত্যু।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : - শেখ কামরুজ্জামান (রানা )।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৃথক পৃথক ইউনিয়নে চাচাতো ভাই বোন সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৮ই আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ার বাড়ি গ্রামের পঙ্কজ জয়ধর এর ছেলে সজল জয়ধর (২০),শংকর জয়ধর এর মেয়ে অনুছোয়া জয়ধর (৭)।
সজল জয়ধর ও অনু ছোয়া জয়ধর চাচাতো ভাই বোন। পুলিশ সূত্রে জানা যায়,সজল জয়ধর সাত বছরের চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে।সাঁতার কাটতে কাটতে তারা মাঝ পুকুরে পৌঁছালে অনুছোয়া পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে সজল ও তলিয়ে যায়।
স্বজনরা খোঁজাখুঁজি করে সজলকে উদ্ধার করলেও অনুছোয়া জয়ধর কে পেতে সময় লাগে।
পরে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনুছোয়াকেও উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পরে দুজনকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে উপজেলা হিরন ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এনায়েতের ছেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় চার বছরেরশিশু ইসহাক হোসেন।পরিবারের লোকজন পুকুরের পানি থেকে শিশু টিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।
৮/৮/২৫ ইং
০১৭১৮০৬৬০১৮
একটি মন্তব্য পোস্ট করুন