সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন


মোঃ রিফাত আলী 

দেওয়ানগঞ্জ প্রতিনিধি :


গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।গতকাল শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।  


মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদ্দেশ্য আরো বলেন, দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।সেই সাথে সাগর রুনি থেকে শুরু করে গোলাম রাব্বানী নাদিমসহ সকল সাংবাদিক হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ড দিতে হবে। 


দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রিড়া সম্পাদক এহসানুল মাহবুব সাজিদ, কর্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামিম মিয়া,শফিকুল ইসলাম , আব্দুল আলিম প্রমুখ ।

Post a Comment

নবীনতর পূর্বতন