সন্ধানে বাংলাদেশ সংবাদ




বীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়নের ভাবকী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কর্তন, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ গোলাম আযম ওরফে ফকলেস (২৫) বাদী হয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়কৃত জমিতে ইউক্যালিপটাস ও মেহগনি গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন গোলাম আযম। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে একই এলাকার মোঃ আব্দুল বাসেদসহ ৯ জন বিবাদী হাতুড়ি, দা, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জবরদখলের উদ্দেশ্যে মেহগনি গাছ কর্তন করে ক্ষতি সাধন করেন।


বাদী বাধা দিতে গেলে বিবাদীরা তার ওপর হামলার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা আরও গাছ কাটার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা পুনরায় বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনি সহায়তা পেতে দেরিতে হলেও থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন