দিনাজপুরে খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, ভূমিহীনদের ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের মিশনপাড়া গ্রামের মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরে খাস জমি লিজ নিয়ে ঘের ও বসতবাড়ি তৈরি করে বসবাস করে আসছিল।
তাদের অভিযোগ ভূমিদস্যুদের দৌরাত্ম্যের শিকার হয়েছেন। তারা জানিয়েছেন স্থানীয় এ্যাডভোকেট হায়দার ও তার ছোট ভাই ডাবলু নকল দলিল তৈরি করে লিজ পাওয়া পরিবারগুলোকে উচ্ছেদ করে জমি ও ঘের দখলের চেষ্টা চালাচ্ছেন।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, খাস জমি লিজপ্রাপ্ত প্রকৃত ভূমিহীনরা এখন দিশেহারা। অথচ নকল কাগজপত্র দেখিয়ে প্রভাবশালীরা তাদের জমি থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে।
একটি মন্তব্য পোস্ট করুন