সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



আরএমপিতে তিন ওসিসহ একসঙ্গে ৭ পুলিশ কর্মকর্তা বদলি


১৮-০৮-২০২৫


পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার 


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তিন থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। 


এছাড়া বদলি করা হয়েছে আরও চার পুলিশ পরিদর্শককে। 


শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাতজনের বদলির আদেশে স্বাক্ষর করেন।


বদলির আদেশে দেখা গেছে,নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি হোডকোয়ার্টার্সের ও আর হিসেবে বদলি করা হয়েছে। 


চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বদলি করে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।


রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে। 


এছাড়া চন্দ্রিমা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে। 


একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে। 


পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে। 


আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন,এটা পুলিশের নিয়মিত বদলি। পুরো ইউনিটকে সুন্দরভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধান হিসেবে পুলিশ কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যাকে যেখানে যোগ্য মনে করেন,সেখানে দায়িত্ব দেন। এটা তেমনই বদলি।

Post a Comment

নবীনতর পূর্বতন