শনিবার দিনাজপুর ইনস্টিটিউট এর ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী
মোঃমেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বৃহত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন হতে যাচ্ছে ১৯ জুলাই ২০২৫ শনিবার বিকেল ৩টায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এর উদ্বোধন করবেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেতর এ.কে.এম আল আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান, পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
সপ্তাহব্যাপী এ আয়োজনে গুণীজন সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান,সংগীত ও স্যুভেনির প্রকাশ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। সপ্তাহব্যাপী উক্ত অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আতিকুর রহমান নিউ।
একটি মন্তব্য পোস্ট করুন