অব্যবস্থাপনায় নাকাল বেতাগী পৌরবাসী
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী পৌর শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিষখালী তীরঘেঁষা হওয়া সত্বেও এমন দুর্ভোগ সৃষ্টি হওয় ্র প্রশাসনের কাজের গাফিলতি এমনটাই মনে করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান,শহরের বেশিরভাগ সড়কের পাশেই ড্রেন না থাকায় এমন দুর্দশা,আবার কিছু জায়গায় ড্রেন থাকলেও তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। অনেক জায়গায় ড্রেন ভরাট হয়ে গেছে,আবার কোথাও কোথাও ড্রেনরে অস্তিত্বই নেই। ফলে বর্ষাকালে বৃষ্টির পানি জমে রাস্তাঘাট,দোকানপাট ও বাসাবাড়িতে ঢুকে পড়ে।
একাধিক ব্যবসায়ীরা জানান,প্রথম শ্রেনীর পেীরসভা হওয়া সত্বেও জলাবদ্ধতার কারণে দোকানে পানি উঠে যায়,পণ্য নষ্ট হয়,বিক্রি কমে আসে। এ অবস্থায় অনেকেই ক্ষতির মুখে পড়ছেন।
বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুব হাসান বলেন,“প্রায় প্রতিবার বৃষ্টিতে আমাদের ঘরে পানি ঢুকে পড়ে। বিষখালী তীরঘেঁষা হওয়া সত্বেও ড্রেন'র ব্যবস্থা না থাকায় আমাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়।”
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর মোঃ জসিম উদ্দীন সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে বেতাগী পৌর প্রশাসক মোঃ বশির গাজী জানান, পৌরশহরে ড্রেনের অভাব রয়েছে,তবে কিছু ড্রেন পাস হয়েছে,অতি শীঘ্রই কাজ শুরু হবে,আশাবাদী ড্রেন গুলোর কাজ শেষ হলেই জলাবদ্ধতা নিরসন হবে।
তবে সাধারণ মানুষের দাবি,দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।
একটি মন্তব্য পোস্ট করুন