নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃযোগদান বন্ধের দাবিতে বীরগঞ্জে মানববন্ধন
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নওপাড়া স্কুল ও কলেজের চাকরিচ্যুত অফিস সহকারী বাদশা আলমগীরের পুনঃযোগদান বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড, ব্যানার হাতে তারা কর্মসূচিতে অংশ নিয়ে অভিযুক্ত ব্যক্তির পুনঃনিয়োগের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন আল মামুন। তিনি বলেন, প্রভাষক নাজমুন নাহার (নুপুর)-এর ওপর নির্মম নির্যাতন চালিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়া অফিস সহকারী বাদশা আলমগীরের আবারও কলেজে ফিরে আসার চেষ্টা এক চরম অন্যায়। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও সামাজিক মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
নওপাড়া স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা হ্যাপি বলেন, আমরা অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অভিযুক্ত ব্যক্তির পুনঃনিয়োগ মানেই শিক্ষাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, যা আমরা কখনোই মেনে নেব না।
অফিস সহকারী বাদশা আলমগীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে কলেজের প্রভাষক নাজমুন নাহার নূপুর ও অফিস সহকারী বাদশা আলমগীরের একটি অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরপরই নাজমুন নাহার আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠে। বিষয়টি কলেজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তৎকালীন অধ্যক্ষ আমিনুল এহসানের সুপারিশে বিভাগীয় ব্যবস্থায় বাদশা আলমগীর চাকরিচ্যুত হন। তবে সাম্প্রতিক সময়ে তিনি আদালতের রায় পাওয়ার দাবি করে পুনরায় যোগদানের চেষ্টা করছেন, যা নিয়ে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
একটি মন্তব্য পোস্ট করুন