সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সুনামগঞ্জে সিএনজি ড্রাইভার্স ইউনিয়নের প্রচার সম্পাদক উপর সন্ত্রাসীদের হামলা থানায় অভিযোগ দায়ের 

স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর গ্রামে সৌরভ সহ কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিএনজি 

ড্রাইভার্স ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন উপর হামলা চালায় গত বৃহস্পতিবার রাতে সিএনজি ড্রাইভার্স ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে এ সময় সন্ত্রাসীদের হামলায় আনোয়ার হোসেনের বাম পা ভেঙ্গে যায় বলে জানা যায় গুরুতর আহত আনোয়ার হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ হামলার ঘটনার বিচার চেয়ে তার মা' তিনজনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় 

 বাবু মিয়া ও টিপু মিয়ার মধ্যে টাকা পয়সা লেনদেন নিয়া বিরোধ থাকায় বাবু মিয়ার একটি মোবাইল ফোন জোর পূর্বক কাড়িয়া নিয়ে যায় অভিযুক্ত টিপু এ সময় আনোয়ার হোসেন টিপু মিয়ার বাড়ীর সামনে উপস্থিত ছিল অভিযুক্ত টিপু মিয়াকে বাবু মিয়ার মোবাইল ফোনটি দিয়া দিতে বলিলে ইহা নিয়া আনোয়ার হোসেনের সহিত টিপু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টিপু ও সৌরভ সন্ত্রাসীদের নিয়ে একত্রিত হইয়া হাতে লোহার পাইপ, লাঠি ইত্যাদি মারাত্মক প্রান নাশক অস্ত্রে সজ্জিত হইয়া আনোয়ারের উপর আক্রমণ চালিয়ে সৌরভ তাহার হাতে থাকা লোহার পাইপ দিয়া বারি মারিয়া আনোয়ারের বাম পা ভাঙ্গিয়া ফেলে মুমূর্ষ অবস্থায় সিএনজি ডাইভার্স ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন কে উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সুনামগঞ্জ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিএনজি ড্রাইভার্স ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইন চার্জ আবুল কালাম জানান এ বিষয়ে তদন্ত চলছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন