সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মানসিক স্বাস্থ্য ও পরিচর্যাকারীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে শেখপুরায় কমিউনিটি সভা অনুষ্ঠিত 


মোঃ মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদ হলরুমে মানসিক স্বাস্থ্য ও পরিচর্যাকারীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ জুলাই ২০২৫) আয়োজিত এই সভার প্রধান অতিথি ছিলেন ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মমতাজ উদ্দিন।


সভায় অংশগ্রহণ করেন ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, ইউনিয়ন উপ-কৃষি কর্মকর্তা পরমা রায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি, কেয়ারগিভার, শিক্ষক প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।


এই সচেতনতামূলক সভাটি আয়োজন করে সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর “কমিউনিটি মেন্টাল হেলথ” প্রকল্প। সভাটি পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিস্কু। মানসিক স্বাস্থ্য বিষয়ে দিকনির্দেশনা ও প্রজেক্টের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন সাইকো-সোশ্যাল কাউন্সিলর ববিতা আক্তার নদী এবং রোকনুজ্জামান খান রোকন।


সভায় আরও উপস্থিত ছিলেন সিডিডি প্রকল্প অফিস, দিনাজপুরের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, কৃষ্ণকান্ত রায়, মো. রাসেল রানা (কমিউনিটি ফ্যাসিলিটেটর), মামুনুর রশিদ, দ্বিতি মহন্ত (কমিউনিটি ফ্যাসিলিটেটর), রিমা পারভীন ও ভুবন চন্দ্র বর্মন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মমতাজ উদ্দিন বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। আমরা আগে জানতাম না মানসিক স্বাস্থ্য, তার লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। আজকের এই সভার মাধ্যমে আমরা তা জানতে পারলাম এবং আগামীতে জনগণকে সচেতন করার কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত যাতে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।


তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সকলে একযোগে কাজ করবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন