সন্ধানে বাংলাদেশ সংবাদ



 খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রক্ত দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 


বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার 



হাসপাতালে  বার্ন প্লাস্টিক সার্জারি উইনিটে ৭ নং পুরুষ বেডে রুগী আ: হালিম (১৩) এর কাছ থেকে " ও পজেটিভ রক্ত দেওয়ার কথা বলে  টাকা হাতিয়ে নিয়ে যায় ডুমুরিয়া নতুন রাস্থা মোড়ে  সাইফুল নামে পরিচয় ধারী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই বিকাল ৪ ঘটি কার  সময়। মুমূর্ষু রুগী  আ: হালিম  সপ্তম শ্রেণীর ছাত্র।  বাবা আ: সামাদ অসহায় দারিদ্র পরিবারের দিন মজুরি খাটা মানুষ। ছেলের চিকিৎসার জন্য মানুষের কাছে ধার দেনা করে ও মিটাতে  পারিনি চিকিৎসা খরচ।এমনকি  সন্তানকে  চিকিৎসার জন্য  নির্লজ্জ ভাবে মানুষের কাছে সাহায্য নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছে খুলনা মেডিকেল কলেজে। একদিকে ভিক্ষা র টাকা নিয়ে আসা আ: সামাদ ছেলের র অপারেশন করতে  জরুরি রক্তের প্রয়োজনে ছুটে বেড়ায়  মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায়।  উপায়  না পেয়ে  সাইফুলের সাথে সাময়িকভাবে  ব্লাড ব্যাংকের সামনে পরিচয় হয়।সাইফুল রক্ত দেওয়ার কথা বলে টাকা নিয়ে উধাও  আর খুঁজে পাওয়া যায় না। তাকে না পেয়ে তার দেওয়া কন্ট্রাক ০১৭১৭ ৪৩২১৩৯ নম্বরে যোগাযোগ করলে প্রথমে আশ্বাস দিলে ও পরক্ষণে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে। অপরদিকে,,,,,,,,,,,,,,,,,,,,,,।  অপরদিকে ভাগ্যের নির্মম পরিহাস  প্রতারনার শিকার হয়  ডুমুরিয়া র সাইফুল নামক এক প্রতারকের কাছে। শেষ সম্বল হারিয়ে হালিমের বাবা আ: সামাদ এখন দিশেহারা অবস্থা য়।  তার এই প্রতারনার সুষ্ঠ বিচারের  দাবি জানিয়েছে ।  অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম কে।

Post a Comment

নবীনতর পূর্বতন