সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে সন্ত্রাসী হামলায় জমি জবর দখলের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ



মোঃ মাইনুল ইসলাম 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রাম জেলা সদরের ঘোগাদহ ইউনিয়নের সোনালিরকুটি গ্রামে জহুর আলীর পুত্র দরিদ্র কৃষক নজরুল ইসলামের ভোগদখলীয় জমি একটি প্রভাবশালী চক্র সন্ত্রাসী হামলার মাধ্যমে জবর দখলে নেয়ার ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে নজরুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালিরকুটি গ্রামের জহুর আলীর পুত্র হতদরিদ্র কৃষক নজরুল ইসলাম তার ভোগদখলীয় জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে থাকলেও এলাকার একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় বিবাদী (১) মোঃ আব্দুল মালেক, (২) মোঃ আব্দুর রহমান, (৩) মোঃ আবুল হোসেন, (৪) মোঃ ইদ্রিস আলী, (৫) মোঃ আব্দুল জলিল, (৬) মোঃ তৈয়ব আলী, (৭) মোঃ জিয়া, (৮) মোঃ ইয়াকুব, (৯) মোঃ আঃ খালেক, (১০) মোঃ হক সাহেব এলাকার প্রভাবশালী ভূমিদস্যু। বিবাদীগনের সহিত নজরুল ইসলামের পারিবারিক ও জমি জমার বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলছে। কুড়িগ্রাম সদর উপজেলার মৌজা- পূর্ব কুমরপুর, জে. এল. নং-৫৪, আর.এস খং নং- ১২০৮, আর.এস দাগ নং- ৬৭৯১, দলিল নং ৫৯৩২/১৭ জমি ৩৩ শতক মধ্যে ৫ শতক বাদীর দাবীকৃত জমি। তফশীল বর্ণিত জমি নজরুল ইসলামের দাদার ও নজরুল ইসলামের পিতা-চাচার ক্রয়কৃত এবং নজরুল ইসলামের দাদার মৃত্যুর পর নজরুল ইসলামের পিতা ও চাচার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি। যাহা গত ১২/০৫/১৯৫৩ইং তারিখের ২৬২৩ নং দলিল, গত ২১/০৪/১৯৬৬ ইং তারিখের ৩৩০৩ নং দলিল, গত ২০/০৪/১৯৭২ ইং তারিখের ২৯২৪/৭২ নং দলিল, গত ২২/১১/১৯৭২ইং তারিখের ৯২৬৮ নং দলিল, গত ৩১/১০/২০১৭ ইং তারিখের ৫৯৩২/১৭ নং দলিল মূলে বাদীর পিতা-চাচাদের নামে উক্ত জমি রেকর্ড সম্পন্ন হয়। বিবাদী গায়ের জোরে বর্ণিত জমিতে বসতবাড়ী নির্মাণ করে জমি জবর দখল করে নেয় এবং গত ১০/০৪/২০২৪ ইং তারিখ বিবাদীগন বাদীর পিতা জহুর আলী, চাচা মোঃ ওহাব আলীকে বে-আইনী ভাবে তাদের ঘর বাড়ি অপসারনের কথা বলেন। বিবাদীগণ নজরুল ইসলামের পিতা ও চাচাকে হত্যার হুমকি প্রদর্শন করে। বাদীর পিতা ও চাচা বিবাদীদের হুমকি ও ভয়ভীতির ফলে ঘটনাস্থল হতে চলে আসে এবং ইউ.পি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক হয়। উক্ত শালিসের মাধ্যমে বিবাদীগণ ঘর ভাঙ্গিয়া দিয়া বাদীর পিতা ও চাচার জমি উদ্ধার করে দিবেন মর্মে ভুল বুঝিয়ে সু-কৌশলে বাদীর পিতা ও চাচার নিকট হতে বিবাদী ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত বিষয় নজরুল ইসলাম জানতে পেযে বাদীর পিতা ও চাচাসহ বিবাদীদের নিকট জমি ফেরৎ প্রদানের কথা বললে বিবাদীগন জমি ফেরৎ দিবেন মর্মে সময় ক্ষেপন করেন। গত ২৪/০৭/২০২৪ ইং তারিখ বিবাদীগন পুন:রায় পূর্ব পরিকল্পনামতে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়ীর ০৩টি চার চালা টিনের ঘর ও ১টি দো-চালা রান্না ঘর ভাংচুর করে অনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বর্তমানে নজরুল ইসলাম লোকমুখে শুনেছেন, বিবাদীগন নালিশী জমি বিক্রয়ের বায়না স্বরুপ নগদ ৩ লক্ষ টাকা গ্রহণ করেছেন। উক্ত বিষয় সর্বশেষ গত ১৫/০২/২০২৫ ইং তারিখ বাদীর পিতা ও চাচা সহ বিবাদীদের বাড়িতে গিয়ে বিবাদীদের নিকট হতে জমি ও স্বাক্ষরকৃত ষ্ট্যাম্প ০৩টি ফেরৎ চেয়ে পারিবারিক সালিশ করলে বিবাদীগন জমি ও ষ্ট্যাম্প ফেরৎ দিবে না বরং বাদীর পক্ষের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার হুমকি প্রদান করে। বিবাদীগন একটি রাজনৈতিক দলের নেতা হওয়ার সুবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গণ মিলে বাদীর পরিবারকে বিধি বর্হিভূতভাবে গায়ের জোরে গ্রামছাড়া করার চেষ্টা করছেন মর্মে বাদীর অভিযোগ। এ সকল ঘটনায় স্থানীয় ভাবে একাধিক শালিস বৈঠক হয়েছে। বাদীর প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও বাদীকে নালিশী জমিতে দখল শূন্য করার চেষ্টায় বিবাদী পক্ষ পেশী শক্তি প্রদর্শন করে আসছে। স্থানীয় ভাবে বাদী নজরুল ইসলাম অভিযোগ পত্রে স্বাক্ষী হিসেবে মোঃ হযরত আলী, মোঃ বাচ্চু মিয়া, মোঃ আঃ সাত্তার, মোঃ আইয়ুব আলী, মোঃ আবুল ফজল, মোঃ তাইজুল ইসলাম ও মোঃ আজগার আলীর নাম উল্লেখ করেছেন। বাদী নজরুল ইসলামের দাবী তিনি বৈষম্যের শিকার এবং ০৫ই আগষ্ট/২০২৪ ইং নতুন স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয় এবং বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকারের আবির্ভাব হয় সেহেতু বাদী অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে বিবাদীদের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের অবসান কামনা করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন