বীরগঞ্জে গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
বীরগঞ্জ প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার পাশে ইউক্যালিপটাস গাছ কাটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখা। সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন লিখিত বক্তব্যে জানান, সুজালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কিছু ইউক্যালিপটাস গাছ কাটাকে কেন্দ্র করে তার ও সংগঠনের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, গাছ কাটার ঘটনার সাথে তার বা সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এলাকাবাসীও তাকে চেনেন না বলে জানান। তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সতর্কভাবে তথ্য যাচাই ছাড়া প্রচার না করার অনুরোধ করেন।
আরেক যুগ্ম আহ্বায়ক জেমিয়ন রায় জানান, তাকে নিয়েও সামাজিক মাধ্যমে ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, গাছগুলো ব্যক্তি মালিকানাধীন জমিতে রোপন করা হয়েছিল এবং মালিকরাই সেগুলো কাটেন। সরকার বা সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তহসিলদার ও সার্ভেয়ারের তদন্তে প্রমাণ মিলেছে। গাছের দাম নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা-ও অসত্য। প্রকৃত দাম ছিল ১ লাখ ৮০ হাজার টাকা, যার মধ্যে মাত্র ৩০ হাজার টাকা বায়না দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাহিদ রায়হান মাহি, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আবু বক্কর সুমনসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন