নারায়ণগঞ্জের কাশীপুরে ব্যবসায়ী শফিকুল ইসলাম দেলোয়ার এর মেয়ের বিয়েতে ব্যতিক্রমী সব আয়োজন ।
মোঃ সজীব হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কাশীপুরের ব্যবসায়ী শফিকুল ইসলাম দেলোয়ার যিনি নারায়ণগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি । তিনি তার একমাত্র মেয়ের বিয়েতে নানা রকম আয়োজন আর চমক দেখিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছেন যা কাশীপুর বাসী মনে রাখবেন অনেক দিন আলোচিত এই বিয়ে সম্পর্কে কাশিপুরের বসবাসকারী একজন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান , যিনি শফিকুল ইসলাম দেলোয়ারের পরিবারের সাথে বেশ ঘনিষ্ঠ তার সাথে ও কয়েকজন এলাকা বাসীর সাথে ডেইলি নারায়ণগঞ্জ পত্রিকার কথা হয় তারা আমাদেরকে জানান শফিকুল ইসলাম দেলোয়ার ও তার স্ত্রী রোজা ইসলামের আদরের একমাত্র কন্যা রুকাইয়া মুরসালিন নিখাদের বিয়েতে তিনি ১০ ই জুলাই গায়ে হলুদ অনুষ্ঠানে তার মেয়ের জামাই সামিন ইবনে সাঈদ কে হেলিকপ্টারে উড়িয়ে কাশীপুরে নিয়ে আসেন । সেই হেলিকপ্টার দেখতে শত শত মানুষ কাশিপুর হাটখোলা এলাকার মাঠে ভিড় করেছিল ,কাশীপুরে এই ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এরপর রাতে চৌরঙ্গী পার্ক ভাড়া করে জমকালো গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর অতিথিদের খাওয়ানো হয় চৌরঙ্গী পার্কের ভাসমান জাহাজে রাতের খাবার । এরপর ১২ ই জুলাই বাংলা ভবন কমিউনিটি সেন্টারে হয় নিখাদের বিয়ের অনুষ্ঠান সেখানেও ছিল চমৎকার আর বাহারি বিয়ের খাবার আর অতিথি আপ্যায়ন । বিশিষ্ট আগত মেহমান অতিথিদের হাসিমুখে বরণ করে আপ্যায়ন করেন কনের পিতা মাতা তবে এই বিয়ের আরেকটি উল্লেখ যোগ্য বিষয় ছিল পুরো অনুষ্ঠান ছিল না কোন উপহারের টেবিল । বিয়ের আগমনের শর্তই ছিল নো গিফট । বিয়েতে কারো কাছ থেকে কোন উপহার গ্রহণ করা হয়নি যা কনের পিতা-মাতার বড় মনের পরিচয় বহন করে। জানা গেছে জনাব দেলোয়ারের বড় ভাই মোশারফ হোসেনের পরিবারেও মেয়ের বিয়েতে তারা কোন প্রকার উপহার বা গিফট গ্রহণ করেনি । তাদের এই বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য ও প্রশংসা করিয়েছে । নিখাদের বিয়েতে বঙ্গবীর কাদের সিদ্দিকী , লতিফ সিদ্দিকী সহ দেশের অনেক বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন বলে জানা গেছে ।
إرسال تعليق