ফুলবাড়ীতে সারাদেশে চাঁদাবাজি সন্ত্রাসী ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাসী ও হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
রবিবার বিকেল পাঁচ ঘটিকায় ফুলবাড়ী নিমতলা মোড়ে সমবেত হয়ে এই বিক্ষোভ মিছিল করে ফুলবাড়ীর সর্বস্তরের ছাত্র জনতা।
মিছিলে বক্তব্য রাখেন সাংবাদিক আল-আমিন বিন আমজাদ,আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার সহ সাধারণ সম্পাদক মুফতি নুরুল্লাহ,জুলাই আন্দোলনের অন্যতম নেতা আহমেদ জাকির, অন্যতম নেতা এস এম নাজিব,
মাওলানা সাজিদ আশরাফী,মাওলানা তরিকুল ইসলাম,জুলাই আন্দোলনের অন্যতম নেতা সিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন সারাদেশে চাঁদাবাজি সন্ত্রাসী হত্যার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে।
মিছিল শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি নুরুল্লাহ।
إرسال تعليق