হারানো ব্যক্তি অনুসন্ধান পেতে সকলের সহযোগিতা
মোঃ মাইনুল ইসলাম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
মোঃ মিঠু গত ০৭/০৭/২০২৫ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ ১০৫, বামা নং-৬০ স্থান হইতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য বন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। নিখোঁজ ব্যক্তির বিবরণঃ- নামঃ-মোঃ মিঠু ঠিকানাঃ-স্থায়ী: সাং-বালাটারী, পোস্ট: নাওডাঙ্গা, থানা: ফুলবাড়ী, কুড়িগ্রাম। বর্তমান ঠিকানা: উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ রোড-০৫, বাসা নং-৬০, বয়সঃ-১৮ বৎসর, শারীরিক বর্ননাঃ-উচ্চতা পাঁচ ফুট - ইচ্ছি, গায়ের রং ফর্সা, চুল কালো, মুখে ছোট দাড়ি। পেষাক-পরিচ্ছদঃ-কালো রংয়ের ফুল শার্ট, লুঙ্গি (টিয়া রং) অন্যান্য তথ্যাদি: মানষিক সমস্যা।
মোঃ মমিনুল হক (৩৭), পিতা: মোঃ শাহাজান আলী, মাতা: মোছাঃ মমেনা বেগম,বর্তমান উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ রোড-০৫, বাসা নং-৬০, গ্রাম-সেক্টর-১০, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-১, থানা-উত্তরা।
বিনীত মোঃ মমিনুল হক মোবাইল-০১৭৩১৬২৬৪৪৮#
অথবা 👉 এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা মোবাইল নং-০১৭৪৩২১৬৪৬৮#
তার জন্মস্থান এর ঠিকানা গ্রামঃ পশ্চিম বালাটারী, নাওডাঙ্গা ইউনিয়নঃ ৩নং ওয়াড জামিয়া মসজিদের সাথে বাবুল মাষ্টার এর বাড়ির পাশে ফুলবাড়ী থানা কুড়িগ্রাম জেলা। উত্তরা পশ্চিম থানা একটি সাধারণ জিডি করা হয়। জিডি ট্র্যাকিং নং: AM47JQ জিডি নং: (৭৩৬)
একটি মন্তব্য পোস্ট করুন