সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



ফতুল্লার কাশীপুরে ফ্লাইওভার নির্মানে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতের জন্য  " কাশীপুর সুধী সমাজ " সংগঠনের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত ৷


মোঃ সজীব হোসেন 

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:


  নারায়নগঞ্জ ফতুল্লার কাশীপুরে পঞ্চবটি মুক্তারপুর ফ্লাইওভার নির্মানে ক্ষতিগ্রস্ত রাস্তা টি দ্রুত মেরামতের দাবীতে বৃষ্টি উপেক্ষা করে বুধবার ৯ জুলাই সকালে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷ উক্ত  মানবন্ধনে সকাল থেকেই বৃষ্টি মধ্যে ছাতা নিয়ে বিভিন্ন এলাকার সাধারন মানুষেরা অংশ গ্রহন করেন ৷ এ সময় মানবন্ধন কারীরা কাশীপুর রড় মসজিদ এলাকায় ফ্লাইওভার নির্মান প্রতিষ্ঠান চাইনিজ কোম্পানী প্রধান গেইটে অবস্থান নেয় এবং নানা প্রকার শ্লোগান দেয় , যার ফলে ফ্লাইওভার নির্মান প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার জহুরুল হক তার প্রকৌশলী টিম নিয়ে মানবন্ধন কারীদের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন , আপনাদের এই রাস্তায় চলাচলে দূর্ভোগ হচ্ছে রাস্তা ভেঙ্গে গেছে কাদা পানী জমে গেছে এই সাময়িক অসুবিদার জন্য আমরা দু:খ প্রকাশ করছি ৷ আমরা আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টি কমলেই রাস্তার মেরামতের কাজ শুরু করবো ৷ ইট বালি দিয়ে দ্রুত অস্থায়ী রাস্তা করে দিবো ৷ আমরা আশা করছি আগামী ৬ মাসের মধ্যে আমরা ফ্লাই ওভারের কাজ শেষ করে যানবাহন চালু করে দিবো ৷ প্রথমে আমরা নির্মান কোম্পানী সরকারে সাথে কথা বলে প্রথম তিন মাস ফ্লাই ওভারে কোন টোল নিবো না ফলে সব গাড়ী উপড় দিয়ে চলবে নীচের রাস্তায় (পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ) গাড়ীর চাপ কমে যাবে আর তখন আমরা নীচের রাস্তা গুলো পিলারের দুই পাশ দিয়ে স্থায়ী পাকা করে দিবো আর রাস্তার পানী সরার জন্য আন্ডার গ্রাউন্ড সাইড ড্রেন করে দিবো তখন এলাকা বাসী ও এই রাস্তায় চলাচল কারী সাধারন মানুষের ভোগান্তী কমবে ৷ মানবন্ধনে ফ্লাই ওভার কর্তৃপক্ষের এমন স্বিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন  মানব বন্ধন আয়োজন কারী সংগঠন  "কাশীপুর সুধী সমাজ" সংগঠনের সভাপতি সাবেক ব্যাংকার সালাউদ্দিন বাদল ও সাধারন সম্পাদক , মিজানুর রহমান মিজান ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ইমতিয়াজ উদ্দিন , কামরুজ্জামান , অলি উদ্দিন অলি , রমজান হাসান , এডভোকেট কামরুল সহ আরো অনেকে ৷

Post a Comment

নবীনতর পূর্বতন