সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বহড়ুক্ষেএ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবগদের উপস্তিতে বহরু হাসেমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন 


মোমিন আলি লস্কর ও মঞ্জুর আলম গাজী জয়নগর:-

 

সমাজে পিছিয়ে পড়া পড়ুয়াদের কথা ভেবে নয়া উদ্যোগ নিল দক্ষিন ২৪পরগনার জেলার জয়নগর এক নম্বর ব্লকের বহড়ুক্ষেএ গ্ৰাম পঞ্চায়েত অধিনে বহড়ুক্ষেএ গ্ৰামে বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং জাতীয় কম্পিউটার শিক্ষা পর্যদ বহড়ুব্রাঞ্চের পরিচালনায় বিনা কোর্স ফ্রিতে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বহড়ুক্ষেএ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। তিন সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন আমি খুবই আনন্দিত আমার গ্ৰাম পঞ্চায়েতের মধ্যে কোর্স ফ্রিতে  একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার হয়েছে এটা আমার গর্বিত। কারণ আমাদের গ্ৰামের ছেলে মেয়েরা কম্পিউটার ট্রেনিং মাধ্যমে কম্পিউটার শিক্ষা অর্জন করে আরো উন্নতি হবে। ভবিষ্যতে আমাদের গ্ৰামের মুখ আরো উজ্জল করে তুলবে ।আমি অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং জাতীয় কম্পিউটার শিক্ষা পর্যদ বহড়ু ব্রাঞ্চের যিনি উদ্যোক্তা নিয়ে এইরকম সমাজ মুলক কাজে চিন্তা ভাবনা নিয়ে আগিয়ে এসেছে তানার এই কাজের জন্য আবারো ধন্যবাদ অভিনন্দন জানাই।যদি এই মহতী কাজের মধ্যে আমার কোন প্রয়োজন হয় তবে আমি এই অঞ্চলের প্রধান হয়ে বলছি আমি অবশ্যই এই প্রতিষ্ঠানের সদাসর্বদা পাশে আছিও এবং সর্বদা থাকবো ।বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আবদুল হক গাজী বলেন আজকের বলতে আমরা২০১৩সাল থেকে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি ।আমরা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমরা প্রত্যেকেই ব্যক্তি গত ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত আছি।তার মধ্যে আমরা কিছু চেষ্টা করি সমাজের রিউমান হিসাবে দিতে পারি এটা আমাদের মুল লক্ষ। তিনি বলেন সমাজে অনেক কিছু হচ্ছে আমরা সমাজের একটি এডুকেশনের ভিত তৈরি করতে পারি তাহলে সমাজের আরো উন্নতি পথে এগিয়ে যাবে ।আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড,শিক্ষা ছাড়া মানুষ এক মুহুর্তে সোজা হয়ে সমাজের বুকে দাঁড়িয়ে থাকতে পারে না ।তাই সমাজের মানুষের কথা চিন্তা করে সমাজের পিছিয়ে পড়া সকাল সম্প্রদায় মানুষ কে স্বাগতম জানিয়ে আজকের অর্থাৎ রবিবার সকালে বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা প্রতিষ্ঠান করেছি। তিনি বলেন এখানে সরকারের অনুমোদন সার্টিফিকেট দেওয়া হবে কোর্স শেষের ।এই সার্টিফিকেটের যেকোনো কেন্দ্রীয়, রাজ্যের চাকরি  ক্ষেত্রে প্রাধান্য পাওয়া যাবে । এমনকি সারাদেশে ইন্টারন্যাশনাল এই সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাই আমি অনুরোধ করব আমার গ্রামের পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায় মানুষ এইরকম কম্পিউটার ট্রেনিং শেখার জন্য।তবে এই কেন্দ্রগুলোতে বিনামূল্যেই পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। 

বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আব্দুল হক গাজী মনেকরেন এই কেন্দ্রগুলিতে কম্পিউটার শিখে পড়ুয়াদের যেমন দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও তাঁরা আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রতিদিন সকাল ও বিকেল মিলিয়ে দুটি করে ক্লাস হবে। দুটো ক্লাস মিলিয়ে মোট ৫ ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে। পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বহড়ু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আব্দুল হক গাজী এই উদ্যোগ। ওয়ার্ড , এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ এখানে পড়ুয়ারা নানা কাজ শিখতে পারবে শুধু তাই নয় প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কর্মসংস্থানের বিষয়ক তাদের সাহায্য করা হবে। 

 প্রায় ১০০ জন ছাত্রছাত্রী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নেবেন। উপস্থিত ছিলেন বহুরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর ,কম্পিউটার সেন্টারের ডিরেক্টর আমিরুল ইসলাম হালদার, সংস্থার সভাপতি শফিকুল গাজী, সম্পাদক আব্দুল হক গাজী, জয়নগর চক্ষু হাসপাতালের ইনচার্জ সাজিত আহমেদ। কোর্স শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেয়া হবে। লটারির মাধ্যমে দেয়া হবে বিভিন্ন পুরস্কার। জয়নগরের প্রত্যন্ত গ্রাম হাসিমপুর পিছিয়ে পড়া সংখ্যালঘু এলাকা। এই এলাকায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ হওয়ায় খুশি অভিভাবকরা।

Post a Comment

নবীনতর পূর্বতন