সন্ধানে বাংলাদেশ সংবাদ



 চর কাশীপুরে রক্তযোদ্ধাদের স্বাস্থ্যসেবা ক্যাম্পে ব্যাপক সাড়া। 


মোঃ সজীব হোসেন 

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:


ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ-এর আয়োজনে মাসব্যাপী চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার নারায়ণগঞ্জের চর কাশীপুর তিন রাস্তার মোড়ে একদিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।


ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শসহ বিভিন্ন সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ২০০ জন সেবা গ্রহণকারী এই ক্যাম্প থেকে সরাসরি উপকৃত হয়েছেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আলী বাবু, আলমগীর, আশিক, ইয়াসিন, শাহাজালাল, মোঃ ইব্রাহিম, মোঃ মামুন সরদার, মোঃ নাজিরসহ আরও অনেকে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী সোহাগ।


তিনি বলেন—


রক্ত দেই জীবন বাঁচাই, সমাজ গড়ি, মানবতা সাজাই।

জীবনের জন্য রক্ত, আর সমাজের জন্য দায়িত্ত্ব।”




তিনি আরও বলেন—


> “মানবতার সেবায় রক্তযোদ্ধারা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি—সেবাই শক্তি, মানবতাই মন্ত্র। ইনশাআল্লাহ, সারা মাসব্যাপী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও অনেক মানুষ এই সেবা পাবেন।”




সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত এই ক্যাম্পে শুধু চিকিৎসাসেবাই নয়, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ গড়ে তোলার প্রয়াসও দেখা গেছে।


সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে পর্যায়ক্রমে আরও স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন