ঝিনাইদহে ৭ শিংওয়ালা গরুর সন্ধান! বিরল গরু দেখতে উৎসুক মানুষের ভিড়
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
কোটচাঁদপুরের বহরামপুর গ্রামে দেখা মিলেছে অদ্ভুত এক গরুর, মাথায় গজিয়েছে ৭টি শিং। বিজ্ঞানীরা বলছেন জেনেটিক পরিবর্তনের ফল।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বহরামপুর গ্রামে মিলেছে এক অদ্ভুত গরুর সন্ধান। মাথায় রয়েছে ৭টি শিং! এ বিরল গরু দেখতে আশেপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য।
স্থানীয় বাসিন্দা শিপন মন্ডল জানান, এমন গরু সচরাচর দেখা যায় না। ছোটবেলা থেকেই গরুটিকে লালন-পালন করছেন মালিক মোশারফ হোসেনের স্ত্রী। গরুর মাথায় ৬টি শিংয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বাড়ছে।
গরুর মালিক মোশারফ হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে গরু পালন করছি, কিন্তু এমন গরু কখনও দেখিনি। বাছুরটি যখন জন্মায় তখন স্বাভাবিকই ছিল। ছয় মাস পর মাথায় চারটি শিং দেখা যায়। কিছুদিন পর আরও দুটি শিং গজায়।”
এ প্রসঙ্গে কোটচাঁদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, “এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। মানুষের যেমন অতিরিক্ত আঙুল জন্মায়, গরুর ক্ষেত্রেও একই রকম হতে পারে। এটি এক ধরনের বিশেষ গরু, তবে চিন্তার কিছু নেই। এমন বিরল ঘটনা দেখা খুবই বিরল।”
গ্রামে এখন যেন এক উৎসবমুখর পরিবেশ। সবাই এই ব্যতিক্রমী গরু এক নজর দেখতে ভিড় করছেন মোশারফ হোসেনের বাড়িতে।
একটি মন্তব্য পোস্ট করুন