জামালপুরের মেলান্দহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি উদ্বোধন
শাকিল হাসান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এই কর্মসুচির আয়োজন করে। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হুসেন হাওলাদারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ূ বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মো: ইসমাইল হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ব্যতিত সকল শ্রেণীর মানুষের বিএনপিতে যোগদান করার অধিকার রয়েছে। ফ্যাসিস্ট আমলে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিলো। আগামী নির্বাচনে সবাই নির্বিঘ্ন পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন