সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রাজশাহীতে অবৈধ চোলাইমদের আস্তানা ফাঁস, র‌্যাবের জালে বৃদ্ধ মাদক ব্যবসায়ী


রাজশাহী প্রতিনিধি :


রাজশাহীর তানোর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর বিশেষ অভিযানে এক হাজার লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর একটি দল তানোর থানার কিসমত বিল্লী গ্রামে অভিযান চালিয়ে রজন মুরমু (৬০) নামের ওই মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ির উঠান থেকে গ্রেফতার করে। 


অভিযানের সময় তার হেফাজত থেকে ১০০৬ লিটার চোলাইমদ জব্দ করা হয়।


র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রজন মুরমু স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাইমদ তৈরি করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করতেন।


এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


র‌্যাব সূত্র জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন