কুড়িগ্রাম এর নাগেশ্বরী তে এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৩০ পেয়ে নজর কাড়লো তুশিন
মুতাসিম বিল্লাহ তানিম
কুড়িগ্রাম | ১৮ জুলাই, ২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসফিয়া তাইমুম তুশিন এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৩০০ নম্বরের মধ্যে ১২৩০ নম্বর অর্জন করে তাক লাগিয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই চমকপ্রদ ফলাফল করে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে সে।
তুশিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ব্যাপারীটারী গ্রামের বাসিন্দা শিক্ষক তাজুল ইসলাম ও গৃহিণী রাশেদা পারভীন দম্পতির কন্যা। তার বাবা গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
নিজের অনুভূতি প্রকাশ করে তুশিন জানায়, প্রথমে জানতাম শুধু জিপিএ-৫ পেয়েছি। পরে সন্ধ্যায় শুনি আমি উপজেলায় দ্বিতীয় হয়েছি এবং সর্বোচ্চ নম্বরের একজন। তখন আনন্দে কেঁদে ফেলেছিলাম। আমার এই অর্জন একার নয়, এটা আমার বাবা-মা, শিক্ষক এবং আশেপাশের মানুষের ভালোবাসা, পরিশ্রম আর দোয়ার ফল। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, সবার দোয়া চাই।
তুশিনের বাবা তাজুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকভাবে তার পড়াশোনার খোঁজখবর রেখেছেন। নিয়মমাফিক গাইডলাইন আর সহযোগিতার কারণেই তুশিন এমন ভালো ফল করতে পেরেছে। তার এই সাফল্যে আমরা পুরো পরিবার আনন্দিত।
মা রাশেদা পারভীন বলেন, আজকে মেয়ের সাফল্যে মনে হচ্ছে আমিই যেন এই ফলাফল করেছি। ওর এই অর্জনে আমরা গর্বিত। সবাই ওর জন্য দোয়া করবেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে তুশিন সবচেয়ে ভালো ফল করেছে। তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সে ভবিষ্যতেও এমন ভালো ফল অব্যাহত রাখবে।
একটি মন্তব্য পোস্ট করুন