সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাক্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটি গঠন


ঢাকা প্রতিনিধি

মোঃ আতিকুর রহমান:-


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে কেরানীগঞ্জ মডেল উপজেলার শাক্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শাক্তা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয়া হয়।


মোঃ হযরত আলী কে সভাপতি ও মোঃ রিয়াজ হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।


শাক্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন থানা বিএনপির নেতৃবৃন্দ। নেতারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আন্দোলন-সংগ্রামে কৃষক দলের ভূমিকা অতুলনীয়। এই কমিটির মাধ্যমে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।


ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন 



সিনিয়র সহ-সভাপতি: মোঃ নাসির মিয়া,

সহ-সভাপতি: মোঃ আকতার সিকদার, মোঃ নুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক: মোঃ জলিল হাওলাদার, মোঃ হৃদয় হোসেন

সাংগঠনিক সম্পাদক: মোঃ মিলন,

সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ সিফাত, মোঃ জসিম বয়াতি,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ মামুন,অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ পারভেজ সরদার,দপ্তর সম্পাদক: মোঃ রজ্জব,কৃষি ও গবেষণা সম্পাদক: মোঃ জবির,শ্রম বিষয়ক সম্পাদক: মোঃ আঃ রাজ্জাক,ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ রুহুল আমিন,শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ জাহাঙ্গীর,সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোঃ আনোয়ার মিস্ত্রী।


কমিটির সাধারণ সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন:


মোঃ বাবুল মোল্লা, মোঃ দেলোয়ার মিয়া, মোঃ চাঁন মিয়া হাং, মোঃ কাশেম চোকদার, মোঃ লাল মিয়া, মোঃ জালাল, মোঃ মান্নান বেপারী, মোঃ মামুন, মোঃ পাপ্পু, মোঃ শাখিল মৃধা, মোঃ আল আমিন, মোঃ জুয়েল, মোঃ ইসমাইল হোসেন।


অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কৃষক দলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে।


নতুন কমিটির নেতারা বলেন, “আমরা আগামী দিনে বিএনপির আন্দোলন, সংগ্রাম ও রাজপথের কার্যক্রমে সক্রিয় থাকবো। কৃষকের অধিকার রক্ষায় সদা সচেষ্ট থাকবো।”


নবগঠিত কমিটির মাধ্যমে শাক্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

নবীনতর পূর্বতন