মাদারগঞ্জে তৃতীয় লিঙ্গের সদস্য বিন্দিকে অপহরণ করে নির্যাতন: জেলা মহিলা আ'লীগ নেত্রী ময়ূরী হিজরাকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী পরিবারের
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গাবেরগ্রাম এলাকার আব্দুল আলিমের তৃতীয় লিঙ্গের সন্তান বিন্দির (বিদ্যুৎ) অপহরণকারী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফা ইয়াসমিন ময়ূরী হিজরাকে অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও মাদারগঞ্জের অন্যান্য তৃতীয় লিঙ্গের সদস্যরা।
জানা গেছে, গত ২৬ জুন ২০২৫ইং তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় জামালপুর সদর উপজেলার শাহাপুরের মৃত আব্দুর রাজ্জাকের সন্তান ময়ূরী হিজরাসহ আরও ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল হিজরা বিন্দি ও তার ছোট বোন হিরামনির কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৩টি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এর আগে ময়ূরীসহ অজ্ঞাতনামা এই সংঘবদ্ধ দলটি বিন্দির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক অপহরণ করে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করে এবং বিন্দির কাছে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নেয়।
এই ঘটনায় বিন্দি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, জামালপুরে একটি মামলা (মোকদ্দমা নং-২৭(১) ২৫) দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগী পরিবার ও তৃতীয় লিঙ্গের সদস্যরা দ্রুত ময়ূরী হিজরার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন