সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রহনপুর আমবাজারে আম কেনাবেচা বন্ধ বিপাকে আম চাষিরা 


মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর রেলস্টেশন আমবাজারে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রেখেছে আমচাষীরা।আম আড়তগুলোতে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আমচাষীরা।সোমবার সকাল থেকে আমবাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার আম নিয়ে বিপাকে পড়েছে দুর -দরান্ত থেকে  আসা আমচাষীরা।আমবাজার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, আম কেনাবেচা বন্ধ থাকায় রহনপুর -ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আমচাষী সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস জানান,গত ৫ জুন( বৃহস্পতিবার) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তকে অমান্য করে স্থানীয় আড়তদাররা সোমবার থেকে কমিশন নেয়া শুরু করায় আমরা আম কেনাবেচা বন্ধ রেখেছি।বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো। এ বিষয়ে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ জানান,গতকাল( রোববার) চাঁপাইনবাবগঞ্জের ৪ টি ও নওগাঁর ১ টি আমবাজারের আড়তদারগন সভা করে সোমবার থেকে  কমিশন নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে ।যা আজ( সোমবার)  সকাল থেকে কার্যকর করা হয়েছে।আমরা কমিশনের মাধ্যমে আম ক্রয় অব্যাহত রেখেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান,আমরা দুপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।

Post a Comment

নবীনতর পূর্বতন