সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দক্ষিণ উলানিয়া ইউনিয়নের নদীভাঙন রোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ — মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:


বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নদীভাঙনের তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় গত (৯ জুন ২০২৫ রোজ সোমবার) স্থানীয় জনগণ ও সমাজ সচেতন নাগরিকদের উদ্যোগে একটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আয়োজিত মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁরা হাতে ব্যানার নিয়ে নদীভাঙনের বিরুদ্ধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে একত্রিত হন।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা সহকারী এ্যাটর্নি জেনারেল এডভোকেট এম হেলাল উদ্দিন। মানবন্ধনে আরো বক্তব্য রাখেন ৮ ও ৯নং ওয়ার্ডের  মো. কামাল হোসেন, মোঃ ফারুক হোসেন, মিজানুর রহমান, মোঃ ইউনুছ হোসেন,ও কাজী আবু কালাম সহ ভুক্তভোগী একাধিক পরিবার । তাঁরা বলেন,


নদী আমাদের জীবন, অথচ এই নদীই আজ আমাদের ভিটেমাটি কেড়ে নিচ্ছে। প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে থাকতে হয়। এই সমস্যা সমাধানে টেকসই বাঁধ ও জিও ব্যাগ বা রিং ফালানোর উদ্যোগ জরুরি।”




স্থানীয় বাসিন্দা  মোঃ আবু কালাম বলেন,


আমাদের ঘরবাড়ি প্রায় নদীতে নিয়ে গেছে। এখন যে জায়গায় আছি, সেটাও নিরাপদ নয়। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা নিঃস্ব হয়ে পড়ব।আমারা যেখানে আছি এই যে আপনারা ঐতিহ্য বাহী মোল্লা বাড়ির মসজিদ দেখছেন এটাও এখন নদীতে নিয়ে যাচ্ছে।আশে পাশে প্রায় একর একর আমাদের জমি নদীতে নিয়ে যাচ্ছে। আমি আমাদের প্রধান অতিথি মানবিক নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন স্যার কে বলবো যেভাবে হোক যাতে করে নদী ভাঙ্গন রক্ষার জন্য জোড়ালো চেষ্টা করে।




অপর এক বাসিন্দা মিজানুর রহমান বলেন,


নদীর তীর রক্ষা বাঁধ ও জিও ব্যাগ বা রিং এর নির্মাণ না হলে অল্প কিছু দিনের মধ্যেই পুরো এই দুই ওয়ার্ড হারিয়ে যাবে। আমরা চাই, দ্রুত পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের হস্তক্ষেপ। এখন আমাদের ভিটে মাটি ছেড়ে দুরে চলে যেতে হবে। প্রধান অতিথি আপনার কাছে আকুল আবেদন থাকবে আপনি আপনার উদ্যোগে এই নদী ভাঙ্গন রোধে যা করনীয় তাই করবেন।




প্রধান অতিথি এডভোকেট এম হেলাল উদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নদী ভাঙ্গন রোধে আমি সর্বদা আপনাদের সাথে আছি। আমি লিখিত আবেদন জমা দিয়েছি অতি দ্রুত আশা করি কাজ বাস্তবায়ন হবে। তিনি তার বক্তব্যে কান্না জনিত কন্ঠে বলেন এই মেঘনা নদী আমার নানা বাড়ি নিয়ে গেছে আমি আমার নানাকে দেখি নি। নদী ভাঙ্গনে ভিটে মাটি সব‌ নিয়ে যায় কিন্তু আগুনে পুড়ে গেলে তবুও ভিটে থাকে। আল্লাহ জদি রহমত করে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি।


এলাকার মানুষ আশা করছেন, এই মানববন্ধন ও জনসচেতনতা মূলক উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং অচিরেই দক্ষিণ উলানিয়ার নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন