ঈদুল আযহার উপলক্ষে দুই বিধায়ক ও বারুইপুর SDPO উপস্থিতে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে প্রশাসনিক বৈঠক
মোমিন আলি লস্কর জয়নগর:-
ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় পূর্ণ দেশ ,যেখানে বিভিন্ন ধর্মীয় রীতি নীতি পালন করা হয়। এটি বিভিন্ন উৎসবের দেশ ।ঈদ উল আযহা একটি গুরুত্বপূর্ণ ইসলামিক উৎসব, যা ত্যাগের প্রতিচ্ছবি বহন করে।ঈদ উল আযহার উপলক্ষে জয়নগর থানার প্রশাসনের পক্ষ থেকে জয়নগর থানার এলাকার মুসলিম সমাজে বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে।ঈদ উল আযহার উপলক্ষে প্রশাসনিক পক্ষথেকে বিভিন্ন কর্মসূচি পালন করতে হয় যেমন -আইন -শৃঙ্খলা বজায় রাখা পশু কোরবানির স্থান চিহ্নিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃত অনুষ্ঠানেরও থানার ভূমিকা থাকে। আইন-শৃঙ্খলা রক্ষা ঈদ উদযাপন করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন পক্ষ থেকে সবাইকে নজর রাখতে অনুরোধ করেছেন জয়নগর থানার প্রশাসনের পক্ষ থেকে ।কোন গুজবে কান দেবেন না যদি কোন সমস্যা হয় সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে নিয়ে আসুন।জবাই করার পশুর চামড়া, এবং পরিত্যাক্ত জিনিস পত্র মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কারণ ঐ সমস্ত জিনিস পত্র কুকুরে মুখে করে নিয়ে অন্যকোন ধর্মীয় প্রতিষ্ঠানে ফেলতে পারে তার ফলে কোন সাম্প্রদায়িক অঘটন ঘটাতে পারে। আত্মীয়দের বাড়ি মাংস নিয়ে যাওয়ার সময় যাহাতে রাস্তায় কোন রকম রক্ত না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ গাড়ি নিয়ে রাস্তায় বার হবেন তাদেরকে সদা সর্বদা গাড়ি ধীরগতি দিয়ে চালানোর নির্দেশ দিয়েছেন এবং মাথায় হেলমেট পড়ার জন্য আহব্বান জানিয়েছেন । জয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ঈদ উল আযহার আমাদের ত্যাগ, শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের,শিক্ষা দেয়।ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে আসুন ঈদে পরস্পরের মধ্যে আনন্দ ও দুঃখ ভাগাভাগি করে আমার মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই । পবিত্র ঈদুল আযহার এদিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈতিক ও বিভেদ সকলের মাঝে জাগ্ৰত হোক আত্মশুদ্ধি উদারতা মহানুভবতা, সাম্যবাদীতা,ও মনুষ্যত্বের আদর্শ।ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রেরণায় উজ্জীবিত হোক। প্রশাসন পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা রইল সবাইকে। সবাই শান্তিপূর্ণ ভাবে ঈদুল আযহার উৎযাপন করবেন প্রশাসনের পক্ষ আশাকরি। অনুষ্টানে উপস্থিত ছিলেন
বারুইপুর এস ডি পি ও অভিষেক রঞ্জন ,জয়নগর থানার আই সি পার্থসারথি পাল, জয়নগর বিধান সভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্বের বিধান সভার বিধায়ক বিভাস সরদার, বারুইপুর ব্লকের ব্লক সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, জয়নগর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখ্যার্জী , জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জেলা পরিষদের কোমেন্টর রফিকুল হাসান, জয়নগর ইলেকট্রিক কাষ্টমার কেয়ারের স্টেশন মাস্টার সাইফুল সরদার, জয়নগর দমকল বিভাগের অধিকারী এলাকার বিশিষ্ট সমাজ সেবিক ইসমাইল মোল্লা, বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম মন্ডল, এলাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম ও মোয়াজ্জে সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন
একটি মন্তব্য পোস্ট করুন