সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ৬ হাজার টাকায় মীমাংসা বিএনপির নেতার


মোঃ জাহিদ হাসান রাফি,

বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ




ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ সালিস বৈঠকে ৬ হাজার টাকায় মীমাংসা করার অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে।


ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম একরামুল মুন্সি (৪৮)। তিনি উপজেলার ভেদালি গ্রামের বাসিন্দা। এ বিষয়ে আইনি সহায়তা নিতে বাধা দিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করেন রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন।



ভুক্তভোগী তরুণী জানান, গত মঙ্গলবার বিকেলে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন একরামুল। এ সময় তিনি চিৎকার দিলে একরামুল পালিয়ে যান।


এ ঘটনায় পরদিন বুধবার রাতে দুই পক্ষকে সালিস ডাকেন বিএনপির নেতা আকতার। তিনি উভয় পক্ষের কথা শুনে ৬ হাজার টাকায় বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত দেন এবং এই টাকা দিয়ে তরুণীকে দুটি ছাগল কিনে দিতে বলেন।



ভুক্তভোগীর ভ্যানচালক বাবা জানান, সালিসে কাঙ্ক্ষিত বিচার না পেয়ে তিনি গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও আদালতে মামলা করতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁর ভাইয়ের মাধ্যমে তাঁকে ফেরত এনে রাতে আবারও সালিস বসান ওই বিএনপির নেতা। এবার ৪০ হাজার টাকার বিনিময়ে আপসে যেতে বাধ্য করেন। তবে তিনি প্রাপ্য বিচার না পেয়ে সালিস থেকে চলে আসেন।



সালিসে উপস্থিত থাকা জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করে জানান, মেয়েটির পরিবার চেয়েছিল অভিযুক্ত একরামুলকে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাতে হবে অথবা তাঁকে ভুক্তভোগীকে বিয়ে করতে হবে; কিন্তু এসব সিদ্ধান্ত হয়নি সালিসে।


জানতে চাইলে বিএনপির নেতা আকতার বলেন, ‘মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, এমন কথা জানি না। বলেছে মেয়েটার হাত ধরেছিল। তাই মীমাংসা করে দিয়েছি।’ তরুণীর বাবাকে আদালত থেকে ফিরিয়ে আনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।


এদিকে অভিযুক্ত একরামুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মেয়ে রোজিনা আকতার বলেন, তাঁর বাবা মোবাইল ফোন ব্যবহার করেন না। ধর্ষণের অভিযোগ ও সালিস সম্পর্কে তিনি বলেন, মেয়েটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


এ বিষয়ে যোগাযোগ করা হলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, এ ব্যাপারে থানায় কেউ কিছু জানাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। একই সঙ্গে খোঁজখবর নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন